ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা। - এস. আই. টি গ্রুপ

728x90 AdSpace

Trending
Sunday, June 12, 2016

ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‍যুক্ত হয়েছে প্রোফাইল ভিডিও এবং লাইভ স্ট্রিমিং আপশন। এবার ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও চালাতে সক্ষম এমন অ্যাপ। এ জন্য নতুন ক্যামেরা অ্যাপ তৈরি করছে প্রতিষ্ঠানটি। এ ক্যামেরা অ্যাপে ব্যবহারকারী চাইলে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবে। এমনকি সরাসরি সম্প্রচার চলাকালীন সংশ্লিষ্ট ভিডিও রেকর্ড করেও রাখা যাবে।

লন্ডনে ফেসবুকের  একটি দল অ্যাপটি তৈরি করেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু মন্তব্য জানায়নি ফেসবুক কতৃপক্ষ। ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও গত বছরের মাঝামাঝি সময়ের তুলনায় ব্যক্তিগত কনন্টেট শেয়ার ২১ ভাগ কমেছে। ব্যক্তিগত কনটেন্টের সংখ্যা বৃদ্ধিতে নতুন নতুন ফিচার যোগ করছে ফেসবুক। এর মধ্যে পূর্বের বছরগুলোর একই দিনের ঘটনা মনে করিয়ে দিয়ে ‘অন দিস ডে’ চালু হয়েছে। ফেসবুক মেসেজিং সেবাও নতুন ফিচার যোগ করেছে। এরই অংশ হিসেবে ফেসবুকে আসছে ক্যামেরা অ্যাপ।
ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা। Reviewed by Habibur Rahaman on 4:20:00 PM Rating: 5 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‍যুক্ত হয়েছে প্রোফাইল ভিডিও এবং লাইভ স্ট্রিমিং আপশন। এবার ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও চালাতে সক্ষম এমন ...

No comments: