গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিনা মূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু দিতে যাচ্ছে মোবাইল অপারেটর। চলতি বছরের মধ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াই-ফাই নেটওর্য়াক স্থাপন করবে গ্রামীণফোন। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে গুরু করা হবে। প্রথম তিন মাস গ্রামীণফোন গ্রাহকেরা বিনা খরচে এ সেবা নিতে পারবেন।
গ্রামীণফোন এর ওয়াই-ফাই ব্যবহার করার পদ্ধতিঃ
প্রথমে ওয়াই-ফাই এলাকায় গিয়ে গ্রামীণফোন গ্রাহকেরা তাঁদের মুঠোফোনের ওয়াই-ফাই চালু করলে জিপি ওয়াই-ফাই নামে একটি সার্ভিস সেট আইডেন্টিফায়ার দেখতে পারবেন। এতে যুক্ত হওয়ার পর গ্রাহককে গ্রামীণফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
এরপর গ্রাহকের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হবে, যা দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা যাবে।
দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আমরা নেটওয়ার্ক এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে।
এই উদ্যোগ গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ কর্মসূচিকে আরেক ধাপ এগিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
No comments: